স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেছেন, কালিহাতীতে ঈগল দেখে মানুষ হইছে পাগল। কারণ ওই ট্রাকে, ভাঙ্গা ট্রাকে, মেয়াদ উত্তীর্ণ ট্রাকে কেউ আর উঠবেনা। মানুষ আর উঠবে না, আর চলবে না আর যাবে না। আপনাদের একটি কথা বলবো যদি মনে করেন ঈগলে ভোট দিবেন না। তাহলে বিরাট ভুল করবেন। নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। নিজে যদি ভালো চান, সন্ত্রাস মুক্ত থাকতে চান বাড়িতে ঘুমাইতে চান, নিরাপত্তা চান, শান্তি চান। কালিহাতীতে যে শান্তিপূর্ণ এলাকা ছিল, সেইটা ফেরত চান। তাহলে ঈগলে ভোট দিবেন। সাবেক মন্ত্রী ও স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মেয়ে শুক্লা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, জনসমাগম বলে দিচ্ছে কালিহাতীর মানুষ নেতৃত্বের ট্রাক প্রতীক প্রার্থীর পরিবর্তন চায়। নির্বাচনী প্রচারণায় যতই বাঁধার শিকার হই না কেন, জনগণের ভালোবাসার কারণে আজ জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। ট্রাক নৌকার প্রার্থীদের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। আগামী ৭ জানুয়ারি জনগণ ভোটের মাধ্যমে তাঁর দুঃশাসনের জবাব দেবে। সারওয়াত সিরাজ শুক্লা বলেন, আমার ইস্যুটা হলো কালিহাতীতে জমি দখল, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের জন্ম দিয়েছেন। এগুলো নির্মূূল করে পরিচ্ছন্ন কালিহাতী গড়ার লক্ষ্যে ইস্যু নিয়ে নির্বাচনে নেমেছি। আমার বাবা স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিরাজের অসমাপ্ত কাজ শেষ করা জন্য নির্বাচনে এসেছি। আমরা ভোটের মাধ্যমে এই লুটেরাদের কালিহাতী থেকে বিদায় করব। প্রত্যেকটা মানুষকে ভোটকেন্দ্রে আনতে হবে। আগামী ৭ তারিখে বিপুল ভোটে আপনারা ঈগল মার্কাকে বিজয়ী করবেন।
কর্মী-সমর্থকদের উদ্দেশে শুক্লা সিরাজ বলেন, কালিহাতীকে যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করবেন তিনি। দুঃশাসনের অত্যাচারে ও শোষণে এলাকার মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা থেকেও তাদের মুক্তি দেবেন। আমি নির্বাচিত হলে কালিহাতীতে কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাবো। তিনি আরও বলেন, লতিফ সিদ্দিকী দল থেকে বহিষ্কার হয়ে ১০ বছরে আওয়ামী লীগ তাকে নেয়নি। তার উদ্দেশ্য নির্বাচিত হয়ে দলে যোগ দিতে চান। নৌকা ও ট্রাক নির্বাচিত হলে কালিহাতীতে দুঃশাসনের গড়ে উঠবে। ট্রাক-নৌকা মুদ্রার এপিঠ ওপিঠ। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে কালিহাতী আসনকে ভূমিদস্যু, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজমুক্ত স্মার্ট ও নিরাপদ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করব। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া প্রার্থী।
বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মহসীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী ও স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের সহধর্মিনী ও শুক্লার মা রাবেয়া সিরাজ, রাশেদুল ইসলাম রতন প্রমুখ। এসময় হাজার হাজার নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।
এ আসনে ভোটে মাঠে লড়ছেন নৌকা প্রতীকের প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, আওয়ামী লীগের বহিস্কৃত সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী, জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতীকের প্রার্থী ইঞ্জি. লিয়াকত আলী, জাতীয় পার্টি. জেপি (বাইসাইকেল) প্রতীকের প্রার্থী সাদেক সিদ্দিকী, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) প্রতীকের প্রার্থী শুকুর মামুদ ও জাকের পার্টি (গালাপ ফুল) প্রতীকের প্রার্থী মোন্তাজ আলী ।
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে মোট ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৫৫৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৮৯২, নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৬৬২, হিজড়া ২ জন।