
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হসপাতালে এমএসআর (মেডিক্যাল ও সার্জিক্যাল রিইকুইজিট) টেন্ডারের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এমএসআর টেন্ডারে অনিয়মের অভিযোগে রিভিউ প্যানেলের আবেদনের প্রেক্ষিতে এ স্থগিত আদেশ দেয়া হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো শোহেলের রহমান চৌধুরী স্বাক্ষিরত সরকারি এক আদেশে এ বিষয় জানা যায়। আদেশে বলা হয়, রিভিউ প্যানেলে আপিলটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ এর বিধি-৫৯ অনুযায়ী চুক্তি সম্পাদনের নোটিশ জারি করা হতে বিরত থাকার জন্য বলা হয়।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে এমএসআর (মেডিক্যাল ও সার্জিক্যাল রিইকুইজিট) টেন্ডারে অনিয়মের প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মেসার্স শামসুল হক ফার্মেসী ও মেসার্স সাঈদ মেডিকেল হল নামের দুই ঠিকাদারী প্রতিষ্ঠান। পুনমূল্যায়নের জন্য গত ১২ ডিসেম্বর হাইকোর্টে রিট করা হয়। রিট পর্যালোচনা করে মহামান্য কোর্ট টেন্ডারের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতের আদেশ দেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোর্টের আদেশ অমান্য করে টেন্ডারের কার্যক্রম চালিয়ে যায় এবং মালামাল গ্রহণ করে।