সোহেল রানা, কালিহাতী ॥
কালিহাতীতে ট্রাক কোন মার্কা না, শেখ হাসিনা যাকে মার্কা দেয় সেই আমাদের নেতা। আগামী ৭ জানুয়ারি ভোট দিয়ে নৌকা ও মোজহারুলকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। নৌকা পরাজিত হলে বিএনপি জামাতের অত্যাচার নিপীড়ন নেমে আসবে। স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীকে উদ্দেশ্য করে বলেন, আমার রাজনৈতিক জীবনে অনেক নক্ষত্র দেখেছি, সূর্য দেখেছি আবার তাদের পতনও দেখেছি। কালিহাতীতে এর উদাহরণ মনে হয় সবচেয়ে বড়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদারকে বিজয়ী করতে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার এলেঙ্গা পৌর আওয়ামী লীগের উদ্যোগে এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
এ সময় নৌকার মনোনিত প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার বলেন, আমি এখনও কালিহাতীতে থাকি এমপি হলেও কালিহাতীতেই থাকবো। বিপদে আপদে সুখে দুঃখে আমাকে পাশে পাবেন। মরিচা থেকে আফজালপুর পাহাড়, চর, ভর সকল এলাকার মানুষই আমার কাছে সমান। আপনারা এমন কাউকে নির্বাচিত করবেন না যার কাছে যেতে পারবেন না। জীবন যৌবন পার করেছি মানুষের সেবায়। যদি আমার জীবনে কোন ভুল থেকে থাকলে তা ক্ষমা করে নৌকায় মার্কায় একটি করে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিন।
এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তুলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লার সঞ্চালনায় আয়োজিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী, সহ-সভাপতি এমএ মালেক ভূঁইয়া, কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।