
স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের অংশগ্রহনে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন করে। এরআগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।