মির্জাপুরে খিচুরি রান্না করে ১০ হাজার টাকা জরিমানা দিলেন ইউপি চেয়ারম্যান

আইন আদালত টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকার প্রচারণায় অংশ নেয়া কর্মী সমর্থকদের জন্য ১০টি বড় ড্যাগ খিচুরি রান্না করে ১০ হাজার টাকা জরিমানা দিলেন বানাইল ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা ওলামা দলের আহবায়ক। মামুুন সিদ্দিকী বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে বানাইল ইউনিয়নের বানাইল গ্রামে নৌকা প্রার্থীর পক্ষে পাঁচ গ্রামের দুই সহ¯্রাধিক কর্মী সমর্থকদের জন্য খিচুরি রান্না করছিলেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ভ্রাম্যমান আদলতের অভিযান পরিচালনা করেন। নির্বাচন আচরণ বিধি লংঘনের দায়ে ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন বিচারক।

জানা গেছে, নির্বাচনী প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে বানাইল ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী তার ইউনিয়নের পাঁচ গ্রামের দুই সহ¯্রাধিক নৌকার কর্মী সমর্থকদের জন্য বানাইল গ্রামে খিচুরি রান্না করছিলেন। এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বানাইল গ্রামে ভ্রাম্যমান আদলতের অভিযান পরিচালনা করেন। এ সময় ৫ ড্যাগ রান্না করা খিচুরি এবং আরো ৫ ড্যাগ খিচুরি রান্না করা হচ্ছিল দেখতে পান। খিচুুরি রান্না করে নির্বাচন আচরণ বিধি লংঘন করার দায়ে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালতের বিচারক।

এর আগে গত ২২ ডিসেম্বর রাতে উপজেলার বানাইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজী বাড়ি মাদরাসার উদ্যোগে ওয়াজ মাহফিলে নৌকার প্রার্থী খান আহমেদ শুভর উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী বক্তৃতায় বলেন, স্বতন্ত্র প্রার্থী তিনবারের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুকে এই ইউনিয়নে যে ভোট দিবেন সে এ ইউনিয়নের রাজাকার। তার এই বক্তৃতার পর উপস্থিত মুসুল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তার বক্তব্যের ভিডিওটি ফেসবুকে দেয়া হলে ইউনিয়নবাসী ছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় ও অনলাইনে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি উপজেলা প্রশাসনের নজরে আসে। সোমবার সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাকিলা বিনতে মতিন ওই ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর পত্র দিয়েছেলেন।

বানাইল ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীর সঙ্গে মুঠোফোনে কি কারণে আপনাকে জরিমানা করা হয়েছে জানতে চাইলে বলেন, ভ্রাম্যমান আদালতের বিচারকের কাছ থেকে জেনে নিন এই বলে মুঠোফোনের লাইন কেটে দেন।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক মাসুদুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, নৌকার প্রার্থীর টাকায় বানাইল ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী খিচুরি রান্না করছিলেন বলে তাকে জানিয়েছেন। নির্বাচন আচরণ বিধি লংঘন করার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

২৯২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *