গোড়াইতে গার্মেন্টসের শ্রমিকরা বেতনভাতার দাবিতে ভাংচুর ও মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে মির্জাপুরের গোড়াই এলাকায় একটি গার্মেন্টসের শ্রমিকরা বেতনভাতার দাবিতে ফ্যাক্টরি ভাংচুর ও মহাসড়ক অবরোধ করে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নিউট্রেক্স গ্রুপ অব ইন্ডাসট্রিজের শ্রমিকরা সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত মহাসড়কে অবরোধ করে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর ফলে চরম ভোগান্তিতে পড়ে যানবাহনের চালক ও যাত্রীরা। স্থানীয় প্রশাসন ও গার্মেন্টসের মালিকপক্ষের হস্তক্ষেপ এবং আশ্বাসের প্রেক্ষিতে আড়াই ঘন্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেন।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, সরকার ঘোষিত সর্বনিম্ন ১২ হাজার ৫’শ টাকা বেতন কার্যকর না হওযায় কয়েক দিন ধরে শ্রমিকদের অসন্তোষ দেখা দেয়। এরপরেও মালিকপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গোড়াই শিল্পাঞ্চলের নিউট্রেক্স গ্রুপ অব ইন্ডাসট্রিজ, খান গার্মেন্টসসহ কয়েকটি পোষাক কারখানার শ্রমিকরা আন্দোলন করে। পরে খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এএসএম মনসুর মুসা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ও গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা মো. টুটুল ঘটনাস্থলে যান। এসময় উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে নিউট্রেক্স গ্রুপ অব ইন্ড্রাট্রিজের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মালিক ও শ্রমিকদের সাথে কথা বলার পর শ্রমিকরা তাদের আন্দোলন তুলে নেন। এসময় তারা মহাসড়ক ছেড়ে দেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন জানান, সরকারি ঘোষিত বেতনের দাবিতে শ্রমিকরা সন্ধ্যা থেকে আন্দোলন শুরু করে। প্রশাসনের সহযোগিতায় শ্রমিক ও গার্মেন্টস মালিকদের বৈঠক করা হয়। শ্রমিকদের দাবি মেনে নেয়া হলে রাত সাড়ে ৮ টার দিকে অবরোধ তুলে নেয়। পরে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

 

 

১৮০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *