
স্টাফ রিপোর্টার ॥
চলমান আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে নির্বাচন বাতিল ও ভোট বর্জনের লক্ষে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। শুক্রবার (৫ জানুয়ারী) সকালে পৌর এলাকার সন্তোষ বাজারে এ বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন সরকার, সিনিয়র যুগ্ম-সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা বলেন, এই পাতানো ডামি নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন হচ্ছে বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন, অতএব আমরা ভোট দিতে যাবো না আপনারাও ভোট কেন্দ্রে যাবেন না।