
হাবিবুর রহমান, মধুপুর।।
টাঙ্গাইল -১ (মধুপুর -ধনবাড়ি) আসনে নির্বাচনী প্রচারণার শেষ দিনে পথ সভা গণসংযোগ আর ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করলেন টানা চার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) ছিল নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন। কৃষি মন্ত্রীর নির্বাচনী এলাকা টাঙ্গাইল-১ এর মধুপুর-ধনবাড়ি উপজেলা। বৃহস্পতিবার সকাল থেকে পঞ্চাম বারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষি মন্ত্রী মধুপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। সকালে গোপাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়,মালাউড়ি,টেংরি, আশুরা, পন্ডুরা, দুর্গাপুর, কাইতকাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথ করে সন্ধ্যায় পৌরশহরের মদন গোপাল আঙ্গিনায় বিশাল নির্বাচনী সভা করেন। চার দিক থেকে মিছিলে মিছিলে যোগ দেয় নেতা কর্মীরা। কানায় কানায় ভরে যায় আঙিনার প্রাঙ্গণ।ভোটার নেতা কর্মী আর সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। শীতের রাতে নারীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
মধুপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, মেয়র ছিদ্দিক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাজাহান আলী সাজু, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, যুবলীগ নেতা আইয়ুব আকন্দ, শিমুল মন্ডলসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।
সভায় এ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু। যমুনায় রেল সেতু হচ্ছে। রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন দেখা যায়। এবার সরকারের কাজ হবে কর্মসংস্থান। এবার করা হবে বেকারদের জন্য কর্মসংস্থান। তিনি বলেন, সরকার সারের দাম কমিয়েছে। কৃষকদের প্রনোদনা দিচ্ছে। দেশে উৎপাদ বেড়েছে। দেশে এখন আর মঙ্গা নেই। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, নৌকা মাকাঁয় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। তিনি এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
এ আসনটি আওয়ামী লীগের দূর্গ হিসেবে খ্যাত। তিনি এবার পঞ্চম বারের মতো দলীয় টিকেট পেয়েছেন। এর আগে ড. আব্দুর রাজ্জাক এমপি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের তিনি কৃষি মন্ত্রনালয়ের দ্বায়িত্ব পেয়ে সফলতার সাথে কৃষি মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে তার নির্বাচনী এলাকায় প্রচারনায় ব্যস্ত সময় পার করলেন। এর আগে কৃষিমন্ত্রী কুড়ালিয়া, মহিষমার,বেরিবাইদ, কুড়াগাছা, ফুলবাগচালা, শেলাকুড়ি,অরণখোলা, আলোকদিয়া, গোলাবাড়ি,মির্জাবাড়িসহ ধনবাড়ির বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন নির্বাচনী পথ সভা করেছে ।