স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পেপার মিলস্ লিমিটেডের উপদেষ্টা তোতা মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে শেখ ফজিলাতুননেছা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মহেড়া পেপার মিলস্ লিমিটেডের চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য তাহেরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেনের পিতা। তাঁদের গ্রামের বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামে।
পারিবারিক সূত্র জানায়, তোতা মিয়া দীর্ঘদিন ধরে বার্ধ্যক ও শ্বাসকষ্ট জনিত রোগে ভোগছিলেন। শনিবার (৬ জানুয়ারি) রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শেখ ফজিলাতুননেছা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ যোহর কুইচতারা মসজিদে নামাজের জানাজা শেষে সামাজিক কবরাস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে মহেড়া পেপার মিলস্ লিমিটেডের উপদেষ্টা তোতা মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম।
মহেড়া পেপার মিলস্ লিমিটেডের উপদেষ্টা তোতা মিয়ার ইন্তেকাল
২৫৯ Views