স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শামীমা আক্তার শিফাকে গরম চা’র কাপ ছুড়ে মারলেন নৌকার সমর্থকরা। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধা সাড়ে ছয়টার দিকে উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নিলজা বাজারে নৌকার অফিসের সামনে এ ঘটনা ঘটে। শামীমা আক্তার শিফা ৯ জনের নাম উল্লেখ করে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শামীমা আক্তা শিফা, বোন, ভাগ্নি ও দুইজন ভাবী সঙ্গে নিয়ে ওয়ার্শী ইউনিয়নের বর্ধনপাড়া আত্মীয় বাড়ি হতে দাওয়াত শেষে বাড়ি ফিরছিলেন। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধা সাড়ে ছয়টার দিকে পথিমধ্যে নিলজা বাজারের নৌকা প্রার্থীর নির্বাচনী প্রচারণার অফিসের সামনে আসা মাত্রই অফিসে অবস্থানরত ১৫/১৬ জন সমর্থক তাদের উদ্দেশ্য করে অকথ্য কথাবার্তা ও বিভিন্ন অঙ্গভঙ্গিমায় ইভটিজিং মূলক আচরণ করে। পরে তারা একটি ভ্যান গাড়িতে উঠেন। এ সময় নৌকার সমর্থকদের হাতে থাকা চা’র কাপ ছুড়ে মারেন। এছাড়া জুতা ছুড়ে মারতে উদ্যত হয়। বিষয়টি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে। এ ঘটনার অডিও ও ভিডিও ধারণ করা হয়। শনিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শামীমা আক্তার শিফা ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৭ জনকে অভিযুক্ত করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শামীমা আক্তার শিফা এবং ওয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক পৃথক অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।