স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে সোমবার (৭ জানুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রেই নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। সকাল আটটা হতে শুরু হওয়া ভোট গ্রহণ চলে একটানা বিকেল চারটা পর্যন্ত।
জেলা রিটার্নিং অফিস সূত্রে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের চুড়ান্ত বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, এ আসনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতিকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু জয়লাভ করেছেন। তিনি ১ লাখ ১২ হাজার ৬৮৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী তারেক সামস্ খান হিমু ৩১ হাজার ২৯২ ভোট। জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতিকের প্রার্থী আবুল কাসেম পেয়েছেন ৬ হাজার ৬২৫ ভোট। স্বতন্ত্র (ট্রাক) প্রতিকের প্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৫৫৬ ভোট। বিএনএম (নোঙ্গর) খন্দকার ওয়াহিদ মুরাদ পেয়েছেন ১ হাজার ৪৮২ ভোট। স্বতন্ত্র (বাশিঁ) প্রতিকের প্রার্থী সৈয়দ মাহমুদুল ইলা পেয়েছেন ৫৮০ ভোট। বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা) প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ১৮৯ ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) প্রতিকের প্রার্থী আব্দুল করিম পেয়েছেন ১২৪ ভোট।
এ আসনে ১৫৪টি কেন্দ্রের মধ্যে ১৫৪টি কেন্দ্রেরই ফলাফল ঘোষিত হয়েছে। এসব কেন্দ্রে সর্বমোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৪২৬ ভোট। বৈধ ভোট পড়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৩২ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৩৬%। এ আসনের আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু তার নিকটতম প্রার্থীর থেকে ৮১ হাজার ৩৯২ ভোট বেশী পেয়ে জয়লাভ করেছেন।