স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে সোমবার (৭ জানুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রেই নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। সকাল আটটা হতে শুরু হওয়া ভোট গ্রহণ চলে একটানা বিকেল চারটা পর্যন্ত।
জেলা রিটার্নিং অফিস সূত্রে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের চুড়ান্ত বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, এ আসনে স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী আমানুর রহমান খান রানা জয়লাভ করেছেন। তিনি ৮২ হাজার ৭৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতিকের প্রার্থী কামরুল হাসান খান পেয়েছেন ৬৯ হাজার ৩৫ ভোট। জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতিকের প্রার্থী আব্দুল হালিম পেয়েছেন ৭৮৮ ভোট। ন্যাশনাল পিপলস্ পার্টি (আম) প্রতিকের প্রার্থী হাসান আল মামুন সোহাগ পেয়েছেন ২৫২ ভোট। বিএনএম (নোঙ্গর) প্রতিকের প্রার্থী জাকির হোসেন পেয়েছেন ১ হাজার ৫০০ ভোট। বাংলাদেশ সাম্যবাদী দল (চাকা) প্রতিকের প্রার্থী সাখাওয়াত খান পেয়েছেন ২৩৪ ভোট।
এ আসনে ১১৯টি কেন্দ্রের মধ্যে ১১৯টি কেন্দ্রেরই ফলাফল ঘোষিত হয়েছে। এসব কেন্দ্রে সর্বমোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৩৭৩ ভোট। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৭৪ ভোট। বৈধ ভোট পড়েছে ১ লাখ ৫৪ হাজার ৫৫৭ ভোট। বাতিল হয়েছে ১ হাজার ৮১৭ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৪%। এ আসনের স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী আমানুর রহমান খান রানা তার নিকটতম প্রার্থীর থেকে ১৩ হাজার ৭১৩ ভোট বেশী পেয়ে জয়লাভ করেছেন।