স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে সোমবার (৭ জানুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রেই নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। সকাল আটটা হতে শুরু হওয়া ভোট গ্রহণ চলে একটানা বিকেল চারটা পর্যন্ত।
জেলা রিটার্নিং অফিস সূত্রে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের চুড়ান্ত বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, এ আসনে স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী জয়লাভ করেছেন। তিনি ৭০ হাজার ৯৪০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতিকের প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট। স্বতন্ত্র (ঈগল) প্রতিকের প্রার্থী সারওয়াত সিরাজ শুক্লা পেয়েছেন ১০ হাজার ৭৮৭ ভোট। জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতিকের প্রার্থী লিয়াকত আলী পেয়েছেন ৫০৩ ভোট। জাসদ (মশাল) প্রতিকের প্রার্থী এসএম আবু মোস্তফা পেয়েছেন ২০৩ ভোট। জাকের পার্টি (গোলাপ ফুল) প্রতিকের প্রার্থী মোন্তাজ আলী পেয়েছেন ২৬১ ভোট। তৃনমূল বিএনপি (সোনালী আশঁ) প্রতিকের প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ১৩৬ ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) প্রতিকের প্রার্থী শুকুর মাহমুদ পেয়েছেন ১০৩ ভোট। জাতীয় পার্টি-জেপি (বাইসাইকেল) প্রতিকের প্রার্থী সাদেক সিদ্দিকী পেয়েছেন ১৪৭ ভোট।
এ আসনে ১১৩টি কেন্দ্রের মধ্যে ১১৩টি কেন্দ্রেরই ফলাফল ঘোষিত হয়েছে। এসব কেন্দ্রে সর্বমোট ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৫৫৬ ভোট। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৩৯ হাজার ৫৭৮ ভোট। বৈধ ভোট পড়েছে ১ লাখ ৩৭ হাজার ১৫৫ ভোট। বাতিল হয়েছে ২ হাজার ৪২৩ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৩৯%। এ আসনের স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী তার নিকটতম প্রার্থীর থেকে ১৬ হাজার ৮৬৫ ভোট বেশী পেয়ে জয়লাভ করেছেন।