স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে সোমবার (৭ জানুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রেই নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। সকাল আটটা হতে শুরু হওয়া ভোট গ্রহণ চলে একটানা বিকেল চারটা পর্যন্ত।
জেলা রিটার্নিং অফিস সূত্রে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের চুড়ান্ত বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, এ আসনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী খান আহমেদ শুভ জয়লাভ করেছেন। তিনি ৮৮ হাজার ৩৯৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র (ট্রাক) প্রতিকের প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু পেয়েছেন ৫৭ হাজার ২৩১ ভোট। কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা) প্রতিকের প্রার্থী আরমান হোসেন তালুকদার পেয়েছেন ১ হাজার ৩৪০ ভোট। জাকের পার্টি (গোলাপ ফুল) প্রতিকের প্রার্থী মোক্তার হোসেন পেয়েছেন ৫১২ ভোট। জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতিকের প্রার্থী জহিরুল ইসলাম জহির পেয়েছেন ৩৬৮ ভোট। বাংলাদেশ ওয়াকার্স পার্টি (হাতুরি) প্রতিকের প্রার্থী গোলাম নওজব চৌধুরী পেয়েছেন ২৬৫ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল (মশাল) মঞ্জুর রহমান মজনু পেয়েছেন ১৫৩ ভোট। বাংলাদেশ কংগ্রেস (ডাব) প্রতিকের প্রার্থী রুপা রায় চৌধুরী পেয়েছেন ১০৫ ভোট।
এ আসনে ১২৭টি কেন্দ্রের মধ্যে ১২৭টি কেন্দ্রেরই ফলাফল ঘোষিত হয়েছে। এসব কেন্দ্রে সর্বমোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৪৩২ ভোট। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৫০ হাজার ৭৬৮ ভোট। বৈধ ভোট পড়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৬৭ ভোট। বাতিল হয়েছে ২ হাজার ৪০১ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪২.০৬%। এ আসনের আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী খান আহমেদ শুভ তার নিকটতম প্রার্থীর থেকে ৩১ হাজার ১৬২ ভোট বেশী পেয়ে জয়লাভ করেছেন।