স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটারাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
তিনি রবিবার (৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দী খন্দকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট দেয়ার পরে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন খুব উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি দেখা গেছে।
এ সময় উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৪০ Views