স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ভুঞাপুরে নির্বাচন পর্যবেক্ষণ করেন ভারতের পর্যবেক্ষক দলের প্রধান ধর্মেন্দ্র শর্মা। তিনি ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার। রবিবার (৭ জানুয়ারি) টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের ভুঞাপুর উপজেলার ভূঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশকয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভোট কক্ষে প্রবেশ করে ভোটের বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে কথা বলেন।
এদিকে ভারতীয় ওই নির্বাচন পর্যবেক্ষক কেন্দ্রগুলোর ভোটার লাইনের কোন ভোটার দেখতে পাননি। তবে তিনি সাংবাদিকদের কোন বক্তব্য দেননি।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নৌকার প্রার্থী সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পদত্যাগকারী গোপালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, গণফ্রন্টের গোলাম সরোয়ার (মাছ), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ রেজাউল করিম (ডাব), ন্যাশনাল পিপলস পার্টির সাইফুল ইসলাম (আম) ও জাতীয় পার্টির হুমায়ুন কবীর তালুকদার (লাঙ্গল)।