স্টাফ রিপোর্টার ।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতিকে বিজয়ী হয়ে একটানা তিনবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ছানোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তার কর্মী-সমর্থক ও ভোটাররা। রবিবার (৭ জানুয়ারী) রাতে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম ছানোয়ার হোসেনকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনার পর তার কর্মী-সমর্থক ও ভোটাররা পৌর শহরের পাড়-দিঘুলিয়ার বাসায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় নব-নির্বাচিত সংসদ সদস্য ছানোয়ার হোসেন তাকে বিপুল ভোটে বিজয়ী করায় সকল ভোটারদের ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার অংগিকার ব্যাক্ত করেন। এসময় তিনি, তার কর্মী-সমর্থকদের শান্ত থাকার আহবান জানান।
৩৪০ Views