জয় ২৮ হাজার ৯০০ ভোট ভোট বেশী পেয়ে জয়লাভ

টাঙ্গাইল বাসাইল লিড নিউজ সখিপুর

স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে সোমবার (৭ জানুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রেই নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। সকাল আটটা হতে শুরু হওয়া ভোট গ্রহণ চলে একটানা বিকেল চারটা পর্যন্ত।
জেলা রিটার্নিং অফিস সূত্রে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের চুড়ান্ত বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, এ আসনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতিকের প্রার্থী অনুপম শাহজাহান জয় জয়লাভ করেছেন। তিনি ৯৬ হাজার ৪০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা) প্রতীকের প্রার্থী বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ৬৭ হাজার ৫০১ ভোট। তৃনমুল বিএনপি (সোনালী আশঁ) প্রতিকের প্রার্থী পারুল পেয়েছেন ৫৬৯ ভোট। জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতিকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ৪৬৯ ভোট। বিকল্পধারা বাংলাদেশ (কুলা) প্রতিকের প্রার্থী আবুল হাসেম পেয়েছেন ২১৭ ভোট। বাংলাদেশ কংগ্রেস (ডাব) প্রতিকের প্রার্থী মোস্তফা কামাল পেয়েছেন ১০৯ ভোট।
এ আসনে ১২৭টি কেন্দ্রের মধ্যে ১২৭টি কেন্দ্রেরই ফলাফল ঘোষিত হয়েছে। এসব কেন্দ্রে সর্বমোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ১১৯ ভোট। বৈধ ভোট পড়েছে ১ লাখ ৬৫ হাজার ২৬৬ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪২.৩৬%। এ আসনের আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতিকের প্রার্থী অনুপম শাহজাহান জয় তার নিকটতম প্রার্থীর থেকে ২৮ হাজার ৯০০ ভোট বেশী পেয়ে জয়লাভ করেছেন।

২৯২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *