জাহিদ হাসান ॥
নৌকার প্রার্থীকে হারিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি টানা তিনবার এ আসনের সংসদ সদস্য হলেন তিনি। ছানোয়ার হোসেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফলাফলে জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ৩৯ শতাংশ ভোট প্রদান হলেও ৭২ হাজার ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হন ছানোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী ও আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য এ্যাডভোকেট মামুন অর রশীদ পান ৬৫ হাজার ৮৬৭ ভোট।
এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হন ছানোয়ার হোসেন।
উল্লেখ্য, টাঙ্গাইল -৫ (সদর) আসনের মোট ভোটার চার লাখ ৩৪ হাজার ১৯৪ জন। এরমধ্যে পুরুষ দুই লাখ ১৭ হাজার ৪৭২জন ও মহিলা দুই লাখ ১৬ হাজার ৭২২জন।