শশুর জামাই নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী

গোপালপুর টাঙ্গাইল ভূঞাপুর রাজনীতি লিড নিউজ

নুর আলম, গোপালপুর ॥
মাদারীপুর-২ আসনের বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বিপুল পরিমাণ ভোট পেয়ে নৌকা প্রতীকে জয়লাভ করেছেন, অপরদিকে তার জামাতা টাঙ্গাইল- ২ ছোট মনির নৌকা প্রতীকে বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়লাভ করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছোট মনির বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে ছোট মনির ১ লাখ হাজার ৫১ হাজার ৭৩০ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (ঈগল) পান ৩০ হাজার ৪৮৬ ভোট। এ নিয়ে ছোট মনির টানা ২ বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ছোট মনির ২০১৮ সালে টাঙ্গাইল-২ থেকে প্রথম বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

অপরদিকে মাদারীপুর-২ আসনে (সদরের একাংশ ও রাজৈর উপজেলা) টানা অষ্টমবারের জাতীয় নির্বাচনে বিজয়ী হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। দ্বাদশ জাতীয় নির্বাচনে ২ লাখ ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মারুফুর রশিদ খান ফলাফল ঘোষণা করেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকে শাজাহান খান পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ৫১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙ্গল) এ কে এম নুরুজ্জামান পেয়েছেন ৩ হাজার ৪১৫ ভোট। এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের সুবল চন্দ্র মজুমদার পেয়েছেন ৩ হাজার ১৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির ইউসুফ আলী সুমন পেয়েছেন ১ হাজার ৬৬৩ ভোট।

৩৩১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *