
স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনী কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, উপজেলা নির্বাচন অফিসার শিহাব উদ্দিন। এতে অংশ গ্রহণ করেন প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা অন্তত ৬০ জন কর্মকর্তা।