স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১০ জানুয়ারি) সকাল ৯ টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমানের নেতৃত্বে বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বঙ্গবন্ধু মুর্যালে ওয়ান বাংলাদেশ, অফিসার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
১৮১ Views