স্টাফ রিপোর্টার ॥
সারাদেশের মতো টাঙ্গাইলে বুধবার (১০ জানুয়ারি) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সহসভাপতি আশরাফুজ্জামান স্মৃতি, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য মামুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরনসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগন।
এ সময় বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্য, শহীদ জাতীয় চারনেতা, শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত করে দোয়া করা হয়।
১১৮ Views