স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথ পাঠ করান। তিনি বানিজ্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আহসানুল ইসলাম টিটু বানিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় টাঙ্গাইল জেলাসহ তার নির্বাচনী এলাকা টাঙ্গাইল-১ (নাগরপুর-দেলদুয়ার) এলাকার মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় মিষ্টি বিতরণ করেছেন।
জানা যায়, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম হক টিটু একজন পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং একজন রাজনীতিবিদ। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) প্রথমবার সংসদ সদস্য হয়। এছাড়া তিনি ২০১৩-১৪ মেয়াদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে আবারও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং প্রতিমন্ত্রীর ডাক পান। ব্যবসায়ী হিসেবেও পরিচিত টিটু সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। বিগত ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কাছে খন্দকার আবদুল বাতেনের পরাজিত হন। এরপর ২০১৮ তে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করেন।
বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম হক টিটুর পিতা হাজী মকবুল হোসেন ঢাকা-৯ আসন থেকে ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। টিটু শিক্ষাজীবন শেষ করে ব্যবসাতে যুক্ত হন। বিগত ১৯৯৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যপদ পান। বিগত ১৯৯৫ সালে তিনি মনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সি এন্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের কাউন্সিলর, ২০০১ পর্যন্ত ভাইস-চেয়ারম্যান, ২০১১ পর্যন্ত পরিচালক, ২০১২ পর্যন্ত সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ বীমা সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত আলী বলেন, প্রতিমন্ত্রী হওয়ার আনন্দিত উচ্ছাসিত এই আসনের সর্ব সাধারণ ও নেতাকর্মীরা। খবর পাওয়ার পরই এলাকায় এলাকায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও আতশবাজি করা হয়েছে। আমরা চেয়েছিলাম তিনি মন্ত্রী হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আশা স্বপ্ন পূরণ করেছেন। এলাকার ব্যাপক উন্নয়নসহ মানুষের ভাগ্যে বদলে টিটু সাহেব কাজ করবেন।
দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক বলেন, এই খুশি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই আহসানুল ইসলাম টিটুকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ায়। আমরা আশা করি আহসানুল ইসলাম টিটু নাগরপুর, দেলদুয়ারসহ জেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা গ্রহণ করবেন।
বানিজ্য প্রতিমন্ত্রী হলেন নাগরপুর-দেলদুয়ার আসনের এমপি টিটু
১৭৪ Views