ঘনকুয়াশায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজট

কালিহাতী টাঙ্গাইল লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
ঘনকুয়াশায় পরিবহনের ধীরগতি ও যত্রতত্রভাবে গাড়ি চালানোর কারণে টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৮ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সাথে সাথে যানবাহন কিছুটা স্বাভাবিক হয়। শুক্রবার (১২ জানুয়ারি) ভোর রাত থেকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতূপূর্ব মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে হাইওয়ে ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সদস্যরা কাজ করছে। অপরদিকে যানজট ও তীব্র শীতের কারণে যাত্রী ও চালকদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
ট্রাকচালক সোনা মিয়া বলেন, ঢাকা থেকে সকাল ৮ টায় এলেঙ্গাতে পৌঁছেছি। এসে দেখি ধীরে ধীরে গাড়ি চলাচল করছে। প্রচুর কুয়াশা ও অনেক শীত। কিছু অসাধু চালকদের কারনে আরও যানজট বেশি সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিউটিরত এক পুলিশ কর্মকর্তা জানান, ভোর রাতে কুয়াশা কিছুটা বেড়ে যাওয়াতে যানবাহন ধীরগতিতে চলাচল করে। এসময় কিছু অসাধু চালক এলোমেলোভাবে গাড়ি নিয়ে মহাসড়কে ৩ লেন করে ফেলে। সেই সাথে অনেক চালক ঘুমিয়ে পড়ে। এতে অপর লেনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত (ওসি) আলমগীর জানান, ঘন কুয়াশা ও রাতে হাতিলা এলাকায় একটি গাড়ি নষ্ট হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

 

 

 

 

 

 

৪১৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *