
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসায় পড়ুয়া অসহায় এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারী) সকালে টাঙ্গাইল পৌর এলাকার কাজীপুর দক্ষিনপাড়া বাগে মদিনা নূরানিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবন্ত্র বিতরণ করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল, সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি আবু নোমান, সভাপতি ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক তারেক মিয়া, কোষাধ্যক্ষ শারমিন শিমু, রক্ত বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম তুহিন ও প্রচার সম্পাদক আসাদ মিয়া প্রমুখ।