স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বয়স্ক ভাতার কার্ড দেওয়ার কথা বলে বৃদ্ধ এক নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সালাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী নারী কোকডহরা ইউনিয়নের বলধি পশ্চিমপাড়া মৃত তালেব আলীর স্ত্রী হাজেরা খাতুন (৬৬) বলেন, গত দুই মাস আগে আমার কাছে থেকে বয়স্ক ভাতার কার্ড দেওয়ার কথা বলে দুই হাজার ৫শ’ত টাকা নিয়েছে আব্দুস সালাম। সে আরও জানান, কার্ড হওয়ার পরে নাকি আরো ৫শ’ত টাকা রেখে দিবে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই ব্যক্তি জানান, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সাথে সালামের সঙ্গে জানাশোনা আছে এবং সরকারি সুযোগ-সুবিধার বিভিন্ন কার্ড করে দেওয়ার কথা বলে এক বছর আগেও তিন জনের নিকট থেকে ৩ হাজার করে টাকা নিয়ে কার্ড করে দিয়েছে। কেউ সালামের বিরুদ্ধে কথা বলতে চাইলে মামলা এবং নেতা কর্মীদের দাপট দেখান।
অভিযোগের বিষয়ে কোকডহরা ইউনিয়নের বলধি পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, কিছু মানুষ আমাকে ফাঁসানোর জন্য এধরণের কথা বলে বেড়াচ্ছে, তিনি কারও কাছ থেকে কার্ড দেওয়ার কথা বলে কোনো টাকা নেননি। এর আগেও সোহেল হাজারী নির্বাচন না করায় আমাকে কয়েক জনে অনেক হয়রানি করছে। এবছর আবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর নির্বাচন না করায় আমাকে বিভিন্ন ভাবে হ্যস্ত-ন্যস্ত করছে।
১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল বাছেত জানান, সালাম আমার কাছে এসে বলেন, আমি টাকা নিয়ে ছিলাম তাকে আবার ফেরত দিয়েছি। এ বিষয়ে কোকডরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নরুল ইসলাম বলেন, সালামকে পরিষদে ডেকে এনে এর ব্যবস্থা নেওয়া হবে।