স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর অডিশনে চূড়ান্তভাবে অবশেষে তালিকাভুক্ত শিল্পী নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জয়িতা ঘোষ দোলা। পল্লীগীতি ও রবীন্দ্র সংগীত এই দুই বিভাগ থেকেই একইসাথে তালিকাভুক্ত শিল্পী হন। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে শিল্পী জয়িতা ঘোষ দোলা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জয়িতার আবেদনের প্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিতব্য পল্লীগীতি ও রবীন্দ্র সঙ্গীতের অডিশনে তাকে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে তাকে ওই দুই বিভাগে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। সে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প; টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস), টাঙ্গাইলে সংগীত প্রশিক্ষণ দিচ্ছেন। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জায়গায় গান পরিবেশন করে থাকেন।
জয়িতা ঘোষ দোলা টাঙ্গাইল পৌর শহরের প্যাড়াডাইস পাড়ার ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটনের মেয়ে। তার মায়ের নাম শিপ্রা ঘোষ। টাঙ্গাইল থেকে এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পর ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
জয়িতা ঘোষ দোলা বলেন, অনেক ধাপ পেরিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) অডিশনে তালিকাভুক্ত শিল্পী হতে পেরে ভীষণ ভালো লাগছে। এ কৃতিত্ব আমার একার নয়, মা-বাবা, ছোট ভাই, শিক্ষকগণ, পরিবার, বন্ধুবান্ধব, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীসহ সবার। এই অর্জনের পেছনে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বপ্ন পূরণের লক্ষ্যে সকলের আশীর্বাদ কাম্য।