মির্জাপুরে ২৮ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

টাঙ্গাইল মির্জাপুর স্বাস্থ্য

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে জটিল রোগে আক্রান্ত ৫৭ জন রোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলের এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। খান আহমেদ শুভ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকে উপকারভোগীদের মধ্যে অনুদানের এই চেক বিতরণ করেন।

এ সময় মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, উয়ার্শী ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজাহিদুুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, পৌরসভার কাউন্সিরর রওশন আরা বেগম প্রমুখ বক্তৃতা করেন। উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের বাসিন্দা বিভিন্ন রোগে আক্রান্ত ৫৭ জন রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে ২৮ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

খান আহমেদ শুভ বলেন, এ আসনে আওয়ামী লীগের ছয়জন মনোনয়ন প্রত্যাশীসহ আটজন এমপি প্রার্থী আমার বিরুদ্ধে থাকলেও মির্জাপুরের সাধারণ মানুষ (ভোটার) আমার পক্ষে ছিলেন। তাদের ভোটে আমি বিজয়ী হয়েছি। মির্জাপুরবাসীর সেবা করতে প্রতিটি মিনিট কাজ করার ঘোষণা দেন।

 

৩৪৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *