
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে আদালতের রায় অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। মধুপুরের ফুলবাগচালা ইউনিয়নের জোরামগাছা মৌজায় জমিজমা নিয়ে গ্রামের মৃত কাশেম আলীর ছেলে নুরুল ইসলামদের সাথে মনতলা গ্রামের মৃত আছর আলী মন্ডলের ছেলে নওশের, সুরুজ, সরাবত, লালমিয়া, সাধু, সাইদুল গংদের দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে নুরুল ইসলাম বাদী হয়ে টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেন। আদালত ওই জমি নুরুল ইসলামদের পক্ষে রায় দেন এবং আদালত কর্তৃক জমি মাপঝোঁক করে বুঝিয়ে দিয়ে লাল নিশান টানিয়া দেয় বলে জানান ভুক্তভোগী নুরুল ইসলাম।
পরবর্তীতে আদালতের রায় অমান্য করে লাল নিশান উঠিয়ে বর্তমানে মৃত আছর মন্ডলের ছেলে নওশের, সুরুজ, সরাবত, লালমিয়া, সাধু ও সাইদুল গংরা ওই জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছেন বলে জানান ভুক্তভোগী নুরুল ইসলাম। এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবারসহ এলাকার লোকজন উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।