স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সন্ধায় মির্জাপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়। মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে খান আহমেদ শুভ এমপি ছাড়াও শহীদ ভবানী প্রসাদ সাহা রবি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, শহীদ ভবানী প্রসাদ সাহা রবি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজাহিদুুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মির্জাপুর বনিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন প্রমুখ বক্তৃতা করেন।
পরে প্রেসক্লাবের সদস্যবৃন্দ খান আহমেদ শুভ এমপির হাতে ক্রেস্ট তুলে দেন।
মির্জাপুরে খান আহমেদ শুভ এমপিকে প্রেসক্লাবের সংবর্ধনা
২৩৩ Views