ঘাটাইলে চোর ধরতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

অপরাধ ঘাটাইল টাঙ্গাইল

ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে চোর ধরতে গিয়ে মানিক মিয়া (৫০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) দুপুর দিকে ঘাটাইল পৌরসভার পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের নূরুল ইসলাম মাস্টারের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ময়মনসিংহ থেকে ঘাটাইলে এসে মানিক মিয়া গ্যাস সিলিন্ডার ও চুলার ব্যবসা করেন। ঘাটাইল পৌরসভার পশ্চিমপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। নিহত মানিক মিয়ার ছেলে শাহেদ জানান, বাসার পাশেই তার বাবার গ্যাস সিলিন্ডারের দোকান। দুপুরের দিকে দোকান খোলা রেখে একটু দূরে দাঁড়িয়ে গল্প করছিলেন তার পিতা। এ সময় চোর দোকান থেকে গ্যাস সিলিন্ডার চুরি করে সিএনজিতে তুলছিল। এ দৃশ্য দেখার পর চোরকে ধাওয়া করেন তার বাবা। কিছু দূর দৌড়ে যাওয়ার পর বুকে ব্যথা অনুভব করে সড়কে পড়ে যান। এরই মধ্যে চোরচক্র সিলিন্ডার নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মানিক মিয়াকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা হার্ট অ্যাটাকে মারা গেছেন মানিক মিয়া।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ধরনের কোনো ঘটনা তিনি শুনতে পাননি। যদি কোন লিখিত অভিযোগ পান তাহলে তিনি আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন।

২৬৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *