
নুর আলম, গোপালপুর ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল ইমাম বাড়ি দাখিল মাদ্রাসার ২০১৪ ইং ব্যাচের শিক্ষার্থী প্রয়াত বোরহান উদ্দিন এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বৃক্ষ রোপণ করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে ১৪ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে ডুবাইল ইমাম বাড়ি দাখিল মাদ্রাসায় এ দোয়া ও বৃক্ষ রোপণ করা হয়।
উক্ত দোয়া ও বৃক্ষ রোপণ কার্যক্রমে মাদ্রাসার স্কাউট /শারিরীক শিক্ষক আঃ মান্নান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার হযরত মাওঃ মোঃ আঃ হাই সমেরী, সহকারী সুপার হযরত মাওঃ আবুল কাশেম, অত্র মাদ্রাসার ইবতেদায়ী প্রধান আলহাজ্ব হযরত মাওঃ মোঃ জুলহাস উদ্দিন, সহকারী শিক্ষক আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আঃ বাসেত আরেফী, মৃত বোরহানের পিতা অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাওঃ মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
১৪ ব্যাচের পক্ষে বোরহানের স্মৃতিচারণ মুলক বক্তব্য পেশ করেন সহপাঠী পল্লী চিকিৎসক আল আমিন। পরে মৃত বোরহানের আত্মার স্বান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সমস্ত মুসলিম উম্মাহ জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য মরহুম বোরহান গত ২৭ ডিসেম্বর লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে স্ত্রী সহ ২ বছরের ১ কন্যা রেখে যান।