ঘাটাইল প্রতিনিধি ॥
ঘাটাইলে নবনির্বাচিত এমপি আমানুর রহমান খান রানার সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (১৭ জানুয়ারি) বেলা দেড়টায় এ মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় উপস্থিত ছিলেন, সাবেক এমপি আতাউর রহমান খান, ইউএনও ইরতিজা হাসান, সহকারি কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, ওসি আবু ছালাম মিয়া, পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া, ভাইস চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পি প্রমুখ।
২০৮ Views