
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উপজেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট বিভাগে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ এবং ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজ ফাইনালে উঠেছে। বুধবার (১৭ জানুয়ারী) টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী নকআউট ভিত্তিক ৪টি ক্রিকেট ম্যাচের মধ্যে ২টি করে ম্যাচ জয়লাভ করে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ এবং ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজ ফাইনালে উঠেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুর ১টায় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। নকআউট ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় দিনের প্রথম ম্যাচে ধরেরবাড়ী হাই স্কুল এন্ড কলেজ ৮ উইকেটে সৃষ্টি একাডেমিক স্কুলকে এবং বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয়কে ৮ উইকেটে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।
দিনের তৃতীয় ম্যাচে ১ম সেমিফাইনালে ধরের বাড়ী হাইস্কুল এন্ড কলেজ ১০ উইকেটে শিবনাথ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠে। খেলায় টস হেরে শিবনাথ উচ্চ বিদ্যালয় নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫০ রান করে। দলের পক্ষে মহারাজ সর্বোচ্চ ১৭ রান করে। বিজয়ী দলের তাজিম ৫ রানে ২টি উইকেট দখল করে। জবাবে ধরেরবাড়ী হাইস্কুল এন্ড কলেজ ৭.৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫২ রান করে। দলের পক্ষে সোহান ২২ ও আশরাফুল ২০ রানে অপরাজিত থাকেন।
দ্বিতীয় সেমিফাইনালে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে ৮ উইকেটে হারিয়ে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ ফাইনালে উঠে। খেলায় টসে হেরে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় নির্ধারিত ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে তনয় সর্বোচ্চ ১৬ রান করে। বিজয়ী দলের সুশান্ত ১রানে ২টি উইকেট দখল করে। জবাবে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ ৫.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান করে ফাইনালে উঠে। দলের পক্ষে সোহাগ সর্বোচ্চ ১৮ রান করে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আহবায়ক খাদিহা আবু বকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম ও সমিতির সাধারণ সম্পাদক হাসান বশরী উপস্থিত থেকে খেলাগুলো পরিচালনায় সহযোগিতা করেছেন। খেলাগুলোতে আম্পায়ার ছিলেন জাহিদ, আনিসুর রহমান, আঃ রহিম ও আইনুল।