স্টাফ রিপোর্টার ।।
গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এর নির্দেশক্রমে গ্রামীণ ব্যাংক টাঙ্গাইল যোনের বাসাইল এরিয়ার ফুলকি বাসাইল শাখায় সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল যোনের যোনাল ম্যানেজার আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল এরিয়ার এরিয়া ম্যানেজার সুব্রত কুমার দাস।
প্রধান অতিথি তার বক্তব্যে গ্রামীণ ব্যাংক সংগ্রামী সদস্যদের জন্য যে সকল সুযোগ-সুবিধা রয়েছে তা নিয়ে বিশদ আলোচনা করেন। শীতের প্রকোপ থেকে যাতে কোন প্রকার রোগ বালাই সৃষ্টি না হয় তার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি আলোচনা শেষে সকলের উপস্থিতিতে সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় ফুলকি বাসাইল শাখার শাখা ব্যবস্থাপক মাসুদ রানা সহ সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।