
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলে জাতীয় স্কুল ক্রিকেটে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ ৭৫ রানে ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) টাঙ্গাইল স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিকে একই দিনের অন্য খেলায় মেয়েদের ক্রিকেট ফাইনালে ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজ ৩ রানে দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলায় টসে হেরে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে নির্ধারিত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান করে। দলের পক্ষে শুভ সর্বোচ্চ ৪৫ ও সঞ্জয় ২৮ রান করে। জবাবে ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে বিবেকানন্দ হাইস্কুলের চমৎকার বোলিং ও ফিল্ডিংয়ে ১০ উইকেট হারিয়ে মাত্র ৪৫ রান করে। এতে ৭৫ রানে পরাজিত হয় ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজ। দলের পক্ষে জুবায়ের সর্বোচ্চ ৯ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের সুশান্ত ১২ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করে। এছাড়া শুভ ২টি উইকেট দখল করে। খেলায় ৪৫ রান ও ২টি উইকেট দখল করায় শুভ ম্যান অব দ্যা ম্যান নির্বাচিত হয়।
খেলায় আম্পায়ার ছিলেন ফিরোজ আল মামুন, জাহিদুল ইসলাম এবং স্কোরার আল মামুন।