
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুরে ফাইলার পাগলার মাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে সখীপুর থানা পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল তিনটার দিকে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমানের নেতৃত্বে থানার একটি বিশেষ টিম নিয়ে অভিযান করেন। এ সময় মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সাধু-সন্ন্যাসিদের মাদক বিক্রির এবং সেবনের প্রায় ৫০/৬০ টি ছাপড়া ঘর উচ্ছেদ করা হয়।
জানা যায়, প্রতিবছর এই সময়ে ফাইলা পাগলার মেলাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের আনাগোনা বেড়ে যায়। মেলার পাশেই মাদকের ছাপড়া ঘরগুলো থেকে গাজা বিক্রির অভিযোগ রয়েছে। আর সেই গাজা মেলায় আগত বিভিন্ন বয়সের যুবকরা ক্রয় করে ওই ঘরের মধ্যে বসেই সেবন করে। উপজেলার উঠতি বয়সী তরুণদের মাদকের ছোবল থেকে রক্ষায় সখীপুর থানার ওসির এমন উদ্যোগ ইতিমধ্যে অনেকেই সাধুবাদ জানিয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, সখীপুর উপজেলায় মাদক ক্রয় ও বিক্রয়ের বিষয়ে প্রত্যেকটি এলাকায় মনিটরিং জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিত চলমান থাকবে।