ভূঞাপুরে চাচার মৃত্যুর স্ট্যাটাস দিয়ে ১০ ঘণ্টা পরই মারা গেলেন ভাতিজা

টাঙ্গাইল ভূঞাপুর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে চাচার মৃত্যুর খবর সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ১০ ঘণ্টা পর হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন ভাতিজা হারুন খন্দকার (৫০)। শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় তার জানাজা শেষে উপজেলার গোবিন্দাসী কেন্দ্রীয় করবস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে তিনি বাড়ি ফেরার পথে মৃত্যুবরণ করেন। সে উপজেলার গোবিন্দাসী গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার আগে সকাল ৮টায় হারুনের চাচা আবুল হোসেন (৮০) বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৯ টায় চাচা আবুল হোসেনের মৃত্যুর খবরটি তার ভাতিজা হারুন খন্দকার ফেসবুকে স্ট্যাটাস দেন। বাদ যোহর চাচাকে গোবিন্দাসী কেন্দ্রীয় কবরস্থানে দাফনের সময়ও শরীক ছিলেন তিনি। ওইদিন রাত ৮ টার দিকে বাজার থেকে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হারুন খন্দকার। এরপর প্রতিবেশী ও স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন খন্দকারকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। সে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক ছিলেন।

হারুন খন্দকারের বড় ভাই হাকিম খন্দকার জানান, বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে চাচা আবুল হোসেনের মৃত্যু। রাত ৯ টার দিকে ছোট ভাই হারুন খন্দকার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধে হয়ে মারা যায়। শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় তার জানাজা শেষে গোবিন্দাসী কেন্দ্রীয় কবরস্থানে চাচার পাশেই তাকে শায়িত করা হয়।
এদিকে চাচা-ভাতিজার মৃত্যুতে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন চকদারসহ অন্যান্যরা শোক প্রকাশ করেছেন। দুলাল হোসেন চকদার বলেন আবুল হোসেন ও তার ভাতিজা হারুন ভালো লোক ছিলেন। তাদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

১৪৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *