
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে একটি দরিদ্র পরিবার প্রতি মাসে ৫০ হাজার টাকার বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে। উপকারভোগীদের তালিকা করতে শনিবার (২০ জানুয়ারি) দুুপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে মতবিনিময় ও পরামর্শক সভা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ সভার আয়োজন করে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল প্রমুখ বক্তৃতা করেন।
সরকারের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচীর (এসএসকে) আওতায় উপকারভোগী দরিদ্ররা আগামী জুন মাস থেকে পরিবার প্রতি বছরে ৫০ হাজার টাকা মূল্যের বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম জানিয়েছেন।