টাঙ্গাইলে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ৩৫০ জন অংশগ্রহণ করে

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলে ৫২তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারী) টাঙ্গাইল স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে দিনব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দলগত ক্রিকেট, ভলিবল ও হকি ছাড়াও অ্যাথলেটিকসে বিভিন্ন ক্যাটাগরিতে দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, বর্র্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাতকী নিক্ষেপ, দড়ি লাফ ও সাইক্লিংয়ে প্রায় ৩৫০ প্রতিযোগী অংশগ্রহণ করে। দলগত ক্রিকেট প্রতিযোগিতায় বালক বিভাগে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ ও বালিকা বিভাগে ধরেরবাড়ী হাইস্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন, হকি খেলায় পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ভলিবল খেলায় করটিয়া আবেদা খানম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনছারীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন- মুহাম্মদ আলী, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি টাঙ্গাইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সম্পাদক মুজিবুল আহসান, সমিতির সাধারণ সম্পাদক এ হাসান বশরী, বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে, খাদিজা আবু বকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম ও জোবায়দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকৃবন্দ।

৩০৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *