
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ঠান্ডাজনিত রোগে কানাই বাদ্যকর ও বলাই বাদ্যকর নামে ৫ মাস বয়সী দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শিশুরা উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাদ্যকরপাড়া গ্রামের উপেন্দ্র বাদ্যকর ও মনিকা বাদ্যকর দম্পতির সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে যমজ দুই শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়। গত কয়েক দিনে ঠান্ডার প্রকোপ বাড়ায় শিশু দুটি দুর্বল হয়ে পড়ে। শনিবার (২০ জানুয়ারি) সকালে অবস্থার অবনতি হলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মির্জাপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ও ফতেপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম খান বলেন, অভাবগ্রস্ত পরিবারের অসচেতনতায় জমজ শিশু দুটির অকাল মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক অনিমেষ ভৌমিক বলেন, জমজ শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।