
স্টাফ রিপোর্টার ॥
সিলেটেরর জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও অগ্নি সংযোগে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি এবং সারাদেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তার দাবীতে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকালে ইউএইচএফপিও ফোরাম কেন্দ্রীয় কমিটির আহবানে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচী পালন করা হয়। মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তৃতা করেন মেডিকেল অফিসার ডা. লিটন চন্দ্র সাহা, নার্সিং সুপারভাইজার শরীফা খাতুন, এমপিআই এজাজুল হাসান প্রমুখ। পরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
উল্লেখ্য গত শুক্রবার রাতে চার আরোহী নিয়ে জৈন্তাপুর থেকে একটি প্রাইভেট কার তামাবিল স্থলবন্দরের দিকে যাওয়ার পথে ৪ নম্বর বাংলাবাজার এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে যায়। স্থানীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বাকি দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। চিকিৎসকের অবহেলা ও সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ার অভিযোগ এনে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।