সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে লাইসেন্স না থাকায় ৫ চালকল মালিককে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে কালিহাতী পৌরসভার বিভিন্ন এলাকায় মিল পরিদর্শন ও অবৈধ মজুদ অভিযান পরিচালনাকালে লাইসেন্স না থাকায় এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এন এম রফিকুল আলম উপস্থিত ছিলেন।
এ সময় মেসার্স আমেনা বয়েল এন্ড রাইসমিল মালিককে ১০ হাজার, মেসার্স ঝটিকা বয়েল এন্ড রাইস মিল মালিককে ৩ হাজার, মেসার্স মা-বাবা বয়েল এন্ড রাইস মিল মালিককে ৬ হাজার, মেসার্স মাষ্টার বয়েল এন্ড রাইস মিল মালিককে ৬ হাজার ও মেসার্স আজমীর সেমি অটো বয়েল এন্ড রাইস মিল মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এন এম রফিকুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, কালিহাতি উপজেলার বিভিন্ন রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকা এবং অবৈধ মজুদের অপরাধে ৫ মিল মালিককে বিভিন্ন হারে মোট ২৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।