সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে আলামীন (২৪) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে কালিহাতী পৌরসভার সালেংকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি এক্সেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে ট্রাকে করে অন্যত্রে নিয়ে যাচ্ছেন। পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দক্ষিণ বেতডোবা গ্রামের আলামীন (২৪) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, কালিহাতী উপজেলার সালেংকা নামক স্থানে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনকালে মোবাইল কোর্টের নিকট হাতেনাতে ধৃত হোন। এ সময় ধৃত ব্যাক্তি অপরাধ স্বীকার করেন এবং অপরাধ বিবেচনায় নিয়ে অবৈধ কার্যক্রম পরিচালনাকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, পরিবেশ বিনষ্টকারী অবৈধ মাটি ও বালু উত্তোলন রোধে কালিহাতী উপজেলা প্রশাসন সচেষ্ট থাকবে এবং সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসারের দিক নির্দেশনায় সকল ধরনের অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় বিধি মোতাবেক অভিযান ও ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।