স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে আদা চাষাবাদের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলা সদর ফলবাগান প্রাঙ্গনে হর্টিকালচার সেন্টার এর আয়োজনে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আদা চাষাবাদের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
হর্টিকালচার সেন্টার ফলবাগান কৃষিবিদ মো. মনঞ্জুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোহাম্মদ দুলাল উদ্দিন। আরো বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মাহামুদুল হাসান, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) শোয়েব মাহমুদ, সদর উপজেলা কৃষি অফিসার রোমানা আক্তার প্রমুখ। এ সময় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
১৫৩ Views