ঘাটাইলে খাদ্য ও শীতকালীন স্বাস্থ্য উপকরণ বিতরণ

ঘাটাইল টাঙ্গাইল স্বাস্থ্য

ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগের ৪ শত ৫০টি পরিবারের মাঝে খাদ্য, শিক্ষা ও শীতকালীন স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। বুধবার (২৪ জানুয়ারী) বিকেলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ করা হয়। গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু নইম মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার ইজরাত জাহান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উইজডম ভ্যালীর পরিচালক কামাল হোসেন, গুড নেইবারস ঘাটাইল সিডিপির মেডিকেল অফিসার ডা: আরিফুল ইসলাম প্রমুখসহ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা ৪শত ৫০ জন পরিবারের মাঝে গুড়া দুধ ১ কেজি, মসুর ডাল ২ কেজি, সয়াবিন তৈল ২ লিটার, চিনি ১ কেজি, বডি লোশন ১পিস, পেট্রোলিয়াম জেলি ১ পিস,সাবান ১ পিস, টিফিন বক্স ১ টি, ওয়াটার পট ১ টি বিতরণ করেন।

৩৩১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *