জাতীয় স্কুল ক্রিকেটে সদর, ভূঞাপুর, সখীপুর, নাগরপুর সেমিফাইনালে

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্পোর্টস রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে ক্রিকেট খেলায় টাঙ্গাইল, সখীপুর, নাগরপুর ও ভূঞাপুর উপজেলা সেমিফাইনালে উঠেছে। বুধবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী টাঙ্গাইল স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
দিনের তৃতীয় খেলায় কোয়ার্টার ফাইনালে সদর উপজেলার চ্যাম্পিয়ন স্কুল দল ৭ উইকেটে দেলদুয়ার উপজেলার চ্যাম্পিয়ন স্কুল দলকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। খেলায় দেলদুয়ার উপজেলা টসে পরাজিত হয়ে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬১ রান করে। দলের পক্ষে সাফিন সর্বোচ্চ ১১ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের রিজন ও প্রান্ত বসাক যথাক্রমে ১০ ও ১৩ রানের বিনিময়ে ৩টি করে উইকেট দখল করে। জবাবে টাঙ্গাইল সদর উপজেলা স্কুল দল ৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান করে জয়লাভ করে। দলের পক্ষে সোয়াদ সর্বোচ্চ অপরাজিত ২৬ রান করে। বিজিত দলের শাহজালাল, ইসরাফিল ও ফয়সাল ১টি করে উইকেট দখল করে।
দিনের প্রথম ম্যাচে ভূঞাপুর উপজেলা স্কুল দল ১০ উইকেটে গোপালপুর উপজেলা স্কুল দলকে পরাজিত করেছে। গোপালপুর উপজেলা স্কুল দল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৭ রান করে। দলের পক্ষে আরমান সর্বোচ্চ ২২ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের সজিব ও আকরামুল ২টি করে উইকেট দখল করে। জবাবে ভূঞাপুর উপজেলা স্কুল দল ৩.৪ ওভারে বিনা উইকেটে ৫১ রান করে জয়লাভ করে। দলের পক্ষে হারুন অপরাজিত ২৮ রান করে।
দিনের দ্বিতীয় খেলায় নাগরপুর উপজেলা স্কুল দল ৮ উইকেটে ধনবাড়ী উপজেলা স্কুল দলকে পরাজিত করেছে। ধনবাড়ী উপজেলা স্কুল দল নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৯ রান করে। দলের পক্ষে সিয়াম সর্বোচ্চ ১৪ রান করে। বোলিংয়ে মুরাদ ২২ রানে ৪টি উইকেট দখল করে। জবাবে নাগরপুর উপজেলা স্কুল দল ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৭০ করে জয়লাভ করে। দলের পক্ষে সুজন সর্বোচ্চ অপরাজিত ৩৫ রান করে।
দিনের ৪র্থ খেলায় সখীপুর উপজেলা স্কুল দল ৮ উইকেটে মির্জাপুর উপজেলা স্কুল দলকে পরাজিত করে। টস জয়ী মির্জাপুর উপজেলা স্কুল দল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫২ রান করে। দলের পক্ষে আতিক সর্বোচ্চ ১৯ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের সুজন ১০ রানে ২টি উইকেট দখল করে। জবাবে সখীপুর উপজেলা স্কুল দল ৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৩ রান করে। দলের পক্ষে শাহেদ সর্বোচ্চ ২৯ রান করে। বিজিত দলের আপন ও আতিক ১টি করে উইকেট দখল করে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) প্রথম সেমিফাইনালে খেলবে ভূঞাপুর উপজেলা স্কুল দল ও নাগরপুর উপজেলা স্কুল দল এবং একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে টাঙ্গাইল সদর উপজেলা স্কুল দল ও সখীপুর উপজেলা স্কুল দল মুখোমুখি হবে।

 

 

 

 

৩০২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *