
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গত ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া ৩দিন ব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলা নানা আয়োজনের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সাধু সম্মেলন ও লালন মেলায় কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি বাবু হরিমোহন পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ও রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সভাপতি শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক, লালন গবেষক সরদার হিরক রাজা, রেডিও টেলিভিশন নিয়মিত শিল্পি রুবেল সাইদুল আলম প্রমুখ। আলোচনা শেষে দেশ ও দেশের বাইরে সঙ্গীত গুরু বাউল শফি মন্ডল রাতব্যাপী লালন সঙ্গীত পরিবেশন করেন।