স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলস্থ ‘ঘাটাইল শিক্ষক পরিষদ(জিট্যাট)’র উদ্যোগে দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকেল ৪টায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ৫০জন দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময়ের সাহিত্য কন্ঠের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব।
জিট্যাটের সভাপতি লায়ন নজরুল ইসলাম কলেজের অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সময়ের কন্ঠ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আযাদ কামাল, টাঙ্গাইল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বাদল, অধ্যাপক সৈয়দ আবদুর রহমান, জিট্যাটের কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হামিদ তালকুদার, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।